প্রকাশিত: Sun, Mar 17, 2024 10:42 PM আপডেট: Mon, Jan 26, 2026 11:01 AM
[১]কুমিল্লায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়ে আহত ৩০, তদন্ত কমিটি গঠন
শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, রোববার দুপুর দেড়টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী স্টেশনের মধ্যবর্তী তেজের বাজার সংলগ্ন স্থানে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি বগির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
[৩] দুর্ঘটনায় আপ লাইনের ৩শ’ মিটার লাইন স্লিপার থেকে খুলে রেলপথ থেকে অন্তত ১০০মিটার দূরে গিয়ে পড়ে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আছে।
[৪] লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উদ্ধারকাজ শুরু হয়েছে। চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। প্রথমে একটি লাইন ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। তাতে ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল শুরু করা যাবে। কিন্তু এতে কত সময় লাগবে তা এখনি বলা যাচ্ছে না।
[৫] রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
[৬] আহত ট্রেনযাত্রী কিশোরগঞ্জের মিরাজ হোসেন বলেন, ব্রীজের উপর উঠার পর ট্রেন বিকট শব্দ করে বগি গুলো ছিটকে পড়ে যায়। এসময় আমি-সহ অনেকেই আহত হয়েছে।
[৭] লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, দুর্ঘটনায় কেউ নিহত হননি। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি, তবে আহতদেরকে আমরা আসার পূর্বেই স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।
[৮] নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উপজেলা প্রশাসনের টিম একত্রিত হয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করি। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
[৯] ঘটনা তদন্তে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানান কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। প্রতিবেদন জমা দিতে ৩ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কমিটিকে।
[১০] রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টার দিকে বগিগুলো উদ্ধারের কাজ সম্পন্ন হতে পারে। সম্পাদনা : কামরুজ্জামান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট